
রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন বলেন, এমন কাজ করিয়েন না, যাতে শেখ হাসিনার মতো পালাতে হয়। গলাচিপা-দশমিনায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, চরমোনাই বলে কিছু নেই। আমরা সবাই মিলেমিশে থাকব। বিপদে পড়লে একে অপরের পাশে দাঁড়াব।
গতকাল মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা হাই স্কুল খেলার মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, সংখ্যালঘুর ওপর হামলা ও মন্দির ভাঙচুরে উস্কানি দেওয়া হচ্ছে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান প্রত্যেকে আমাদের ভাই, প্রত্যেকে আমাদের বন্ধু। তাই এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে একে অপরের প্রতি সহনশীল আচরণ করা উচিত।
তিনি বলেন, ‘শেখ হাসিনার স্বৈরশাসনের পতন হলেও কেউ কেউ খেয়াঘাট-ফেরিঘাট-লঞ্চঘাট বাসস্ট্যান্ডে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি চালিয়ে যাচ্ছে। এই মাফিয়াকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
নুর বলেন, ‘জুলুম-অবিচার করবেন না। জুলুমকারী, অত্যাচারকারীকে আল্লাহ্ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সব থেকে বড় উদাহরণ শেখ হাসিনা। অত্যাচার, নির্যাতন, দাম্ভিকতার কারণে হাসিনার নিষ্ঠুর পতন হয়েছে। এক কাপড়ে পালিয়ে গেছেন।’
গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, মো. শহিদুল ইসলাম ফাহিম, আবু হানিফ হৃদয়, মো. রবিউল ইসলাম, আনিসুর রহমান মুন্না, মো. শহিদুল ইসলাম, ইউছুফ কাজী, আব্দুর রহিম, মো. সাদ্দাম হোসেন ও মো. শামীম গাজী।
জাতীয় সংসদের পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনটি ভিপি নুরের নির্বাচনী এলাকা।