
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক অভিযানে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উউত্তোলনের দায়ে ৫টি ড্রেজার ও ২ লাখ টাকা জরিমানা সহ ১২ জনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ ও নতুনচর বালু মহালে ইজারার শর্ত ভঙ্গ করে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
একইসাথে নবীনগরের চরলাপাং এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনরত অবস্থায় ৫টি ড্রেজার ও ১২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা।

অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুছা জানান, উপজেলার জাফরাবাদ ও নতুনচর এলাকায় অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা এবং চরলাপাং সীমানায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলনরত অবস্থায় ৫টি ড্রেজার জব্দ সহ এসময় ১২ জন শ্রমিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয় এবং ১ জন আসামীকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দকৃত ড্রেজার নবীনগর সদরে নিয়ে আসা হয়েছে।