
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও রাজীব চৌধুরীর মতবিনিময় অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়। নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় আয়োজিত ওই মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সহ জেলার অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
মতবিনিময়ের এক পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে জেলা প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সদ্যযোগদানকৃত নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর উদ্যেশ্য বলেন,নবীনগর উপজেলা থেকে জেলা সংযোগ সড়কের সিতারামপুর-কৃষ্ণনগর সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় আছে। সড়কটি পুন:সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে তুলতে ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এদিকে জেলা প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের ওই দাবির প্রেক্ষিতে আজ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ওই সড়কের সিতারামপুর ব্রীজ হতে কৃষ্ণনগর বাজার পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন।পরিদর্শনকালে রাস্তাটি নির্মাণের বিষয়ে নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের সাথে ফোনে কথা বলেন তিনি।
নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী জানান,আশুগঞ্জ হতে সদর পর্যন্ত ২০কি.মি. রাস্তা নির্মাণের প্রকল্পটি ইতোমধ্যে পাশ হয়েছে এবং আগামী ১ মাসের মধ্যে সিতারামপুর ব্রীজ হতে কৃষ্ণনগর বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ শুরু হবে।
উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রণে নির্বাহী প্রকৌশলী মহোদয় সরেজমিন পরিদর্শনপূর্বক রাস্তার নির্মাণ কাজ ত্বরাণ্বিত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে জানান।