ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগর সার্বজনীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মুখপাত্র হলেন জামাল হোসেন পান্না গোপালপুর দক্ষিণ কবরস্থানের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ঈদে বাড়ি ফেরার পথে মেঘনায় প্রাণ গেল বউ-শাশুড়ির নবীনগরে ঈদের জামাত শেষে মুসল্লীদের সাথে ইউএনও রাজীব চৌধুরীর শুভেচ্ছা বিনিময় তরুণ সমাজকে দক্ষ ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে সার্বজনীন গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ নবীনগরে সার্বজনীন গ্রুপের ফ্রি উদ্যোক্তা প্রশিক্ষণের পঞ্চম ক্লাস সম্পন্ন নবীনগরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৪: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে বাঁশই ভরসা’-সাঁকো ভেঙ্গে পড়ায় থমকে আছে সাত গ্রামের জীবনযাত্রা ইউনিলিংক এডুকেশনের শিক্ষার্থীদের জাপান যাত্রা: ভাষা শিক্ষার সফল ফলাফল নবীনগরে সিদীপ সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
নোটিশ :

✍️সংবাদদাতা আবশ্যক👉'দেশ বিদেশ নিউজ ২৪.কম' এর জন্য জরুরী ভিত্তিতে দেশের প্রত্যেক জেলা-উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।আগ্রহীরা মেইলে যোগাযোগ করুন।

তিন মাস বন্ধ থাকার পর চালু হলো আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়কের নির্মাণ কাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

প্রায় তিন মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়কের নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই মহাসড়কের বেহাল অংশের সংস্কার কাজ শুরু হয়েছে, এবং এই প্রকল্পের ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা কাজে ফিরেছেন। এছাড়া মহাসড়কের ঘাটুরা এলাকার সেতুর নির্মাণ কাজও চলমান রয়েছে।

এদিকে ২০১৭ সালে সরকারের একনেক থেকে অনুমোদন পাওয়ার পর, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি চারলেন উন্নীত করার প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির জন্য মোট ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। তবে করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের চেয়ে বিলম্বিত হয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি প্রায় ৫৫ শতাংশ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তাজনিত কারণে গত ৫ আগস্ট থেকে কয়েক দফায় প্রায় ৩০০ ভারতীয় কর্মকর্তা-কর্মচারী ভারতে চলে যান, যার কারণে কাজ স্থগিত হয়ে পড়ে। এতে মহাসড়কের কিছু অংশে খানাখন্দ সৃষ্টি হয় এবং সড়ক ব্যবহারকারীরা দুর্ভোগে পড়েন। তবে, গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে প্রকল্পের কর্মকর্তারা ভারতে ফিরে আসেন এবং সংস্কার কাজ শুরু করেন।

এ ব্যাপারে প্রকল্পের ব্যবস্থাপক মো.শামীম আহমেদ জানান, বর্তমানে প্রায় ৩০ জন ভারতীয় কর্মকর্তা প্রকল্প এলাকায় ফিরে কাজ শুরু করেছেন। সংস্কার কাজ শেষ করার পর, পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রী আমদানি করে মহাসড়কের বাকি অংশের কাজ পুরোদমে চালু হবে। তবে, প্রকল্পের মেয়াদ আরও কিছুটা বাড়তে পারে। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়েছে, যা সড়ক যোগাযোগের উন্নতি ঘটাবে বলে তিনি জানান।

ট্যাগস

নবীনগর সার্বজনীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মুখপাত্র হলেন জামাল হোসেন পান্না

তিন মাস বন্ধ থাকার পর চালু হলো আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়কের নির্মাণ কাজ

আপডেট সময় ০১:৫৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

প্রায় তিন মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়কের নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই মহাসড়কের বেহাল অংশের সংস্কার কাজ শুরু হয়েছে, এবং এই প্রকল্পের ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা কাজে ফিরেছেন। এছাড়া মহাসড়কের ঘাটুরা এলাকার সেতুর নির্মাণ কাজও চলমান রয়েছে।

এদিকে ২০১৭ সালে সরকারের একনেক থেকে অনুমোদন পাওয়ার পর, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি চারলেন উন্নীত করার প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির জন্য মোট ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। তবে করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের চেয়ে বিলম্বিত হয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি প্রায় ৫৫ শতাংশ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তাজনিত কারণে গত ৫ আগস্ট থেকে কয়েক দফায় প্রায় ৩০০ ভারতীয় কর্মকর্তা-কর্মচারী ভারতে চলে যান, যার কারণে কাজ স্থগিত হয়ে পড়ে। এতে মহাসড়কের কিছু অংশে খানাখন্দ সৃষ্টি হয় এবং সড়ক ব্যবহারকারীরা দুর্ভোগে পড়েন। তবে, গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে প্রকল্পের কর্মকর্তারা ভারতে ফিরে আসেন এবং সংস্কার কাজ শুরু করেন।

এ ব্যাপারে প্রকল্পের ব্যবস্থাপক মো.শামীম আহমেদ জানান, বর্তমানে প্রায় ৩০ জন ভারতীয় কর্মকর্তা প্রকল্প এলাকায় ফিরে কাজ শুরু করেছেন। সংস্কার কাজ শেষ করার পর, পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রী আমদানি করে মহাসড়কের বাকি অংশের কাজ পুরোদমে চালু হবে। তবে, প্রকল্পের মেয়াদ আরও কিছুটা বাড়তে পারে। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়েছে, যা সড়ক যোগাযোগের উন্নতি ঘটাবে বলে তিনি জানান।