
নবীনগরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কার মধ্যেই কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী পৌর বিএনপির উদ্যোগে বিশাল একটি মিছিল বের করা হয়। আলিয়াবাদ গোল চত্তর থেকে শুরু হয়ে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটের সামনে এসে জড়ো হয়, সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার পৌর এলাকার বড় বাজারে একটি সভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে এক গ্রুপের অনুষ্ঠান স্থগিত করা হলেও তাপস গ্রুপের মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে, একই স্থানে উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. এম এ মান্নান গ্রুপের নেতৃত্বে একটি কর্মীসভার আয়োজনের প্রস্তুতি ছিলো।
তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় গ্রুপের কাউকে সভা আয়োজনের অনুমতি না দেওয়ার পরও কাজী নাজমুল হোসেন তাপস গ্রুপের উদ্যোগে অসংখ্য নেতাকর্মী সমবেত হন।
সমাবেশে পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু ছাঈদের সভাপতিত্বে ও যুবদলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মুকলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুঞ্জু, সাবেক মেয়র মাঈন উদ্দিন আহামেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সাহাবুদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, “একই স্থানে জনসভা হলে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা দুই পক্ষের কাউকেই সভা করার অনুমতি দেয়নি।