
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল আজ বুধবার অত্র বিদ্যালয়ের শ্রেনী কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সংস্কৃতকর্মী,সাংবাদিক নাছির চৌধুরীর সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি,ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পার্থ চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলাচং উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সাবরিনা আক্তার,ফেরদৌসী আক্তার, সাংবাদিক এস এ রুবেল, শিক্ষক মো.মোমেন, শিক্ষক মো.ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী সামিয়া সুলতানা নুর, গীতা পাঠ করেন অর্চি মুখার্জি। এসময় বিদায়ী সকল শিক্ষার্থীদের পক্ষে বিদায়ী বক্তব্য পাঠ করেন উম্মে হাফসা।
বক্তব্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিদায়ী শিক্ষার্থীদের উদ্যেশে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম হোসেন,মাহমুদা বেগম,নুরজাহান বেগম,জেসমিন আক্তার,দিপালী রানী পাল,অনামিকা পাল,মৌসুমি পাল,সুস্মিতা দাস,জিকরিয়া বেগম, চৈতি সুত্রধর প্রমুখ।
অভিভাবকদের পক্ষে উপস্থিত ছিলেন,শামিমা খানম,শিউলি আক্তার সহ আরো অনেকে।
সব শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, ভোলাচং মধ্য পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হফেজ মাওলানা খলিলুর রহমান।