
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি-২০২৪ আজ শুক্রবার উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর পৌরসভা সহ উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন, জিনদপুর ইউনিয়ন ও লাউর ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেনীর ১৬০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করেন।
নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কৃতি সন্তান মরহুম ডা: হামদু মিয়ার স্মৃতি স্বরণে এই বৃত্তির আয়োজন করা হয়। ২০১৬ সাল থেকে শুরু হওয়া ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি পরিক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্নকরণে সহযোগিতা করে আসছে ‘ফ্রেন্ডস এসোসিয়েশন 96 ব্যাচ’।
মরহুম ডা: হামদু মিয়ার সন্তান ডা: কামরুজ্জামান এর পৃষ্ঠপোষকতায় পিতার নামে চালু হওয়া এই বৃত্তি পরিক্ষা পর্যায়ক্রমে সর্ব মহলে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।
ফ্রেন্ডস এসোসিয়েশন 96 ব্যাচ সুত্র জানায়, মরহুম ডা: হামদু মিয়া ভোলাচং পুরাতন বাজারে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন । বেশ সুনামের সাথে জনমানুষের সেবায় ডা: হামদু মিয়ার আত্মত্যাগ এখনো কৃতজ্ঞতা নিয়ে স্বরণ করে এলাকাবাসী। তিনি ছিলেন একজন গর্বিত পিতা। যার ফলস্বরূপ উনার সাত ছেলের সবাই আজ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
ঘন কুয়াশার মাঝেও পুর্ব নির্ধারিত সময়ের সকাল সাড়ে আটটায় শুরু হয় পরিক্ষা। আড়াই ঘন্টার পরিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহ নিয়ে লিখার পাশাপাশি গেইটের বাইরে অভিভাবকেরা ছিলো উৎকন্ঠায়! অভিভাবকদের উৎসবমুখর সরব উপস্থিতি প্রমান করে এই আয়োজনের স্বার্থকতা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: সাদেক। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: মুসা মিয়া ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন পরিক্ষার হল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পরিদর্শকেরা পরিক্ষার সুন্দর পরিবেশ দেখে আয়োজকদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে এই কার্যক্রম ধারাবাহিক চালু রাখতে ট্রাস্ট কমিটির লোকজনকে পরামর্শ দেন।ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন বলেন, ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি পরিক্ষা ইতোমধ্যে নবীনগরে বেশ সাড়া ফেলেছে। তিনি সুন্দর এই উদ্যোগকে সাধুবাদ জানান।
ইব্রাহিমপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আক্তার বলেন, কোন প্রকার কারচুপি ছাড়া অত্যন্ত স্বচ্ছতার সহিত এই বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে পিতার স্মৃতি রক্ষায় ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তির আয়োজন আগামীতে আরো কয়েকটি ইউনিয়নকে যুক্ত করে বৃহত পরিসরে করার পরিকল্পনার কথা জানিয়েছেন ডা: মো: কামরুজ্জামান। একই সাথে তিনি পিতার স্মৃতির উদ্যেশে চ্যারিটি ক্লিনিক সেবা চালু করতে যাচ্ছেন তিনি । প্রতি সপ্তাহের দুই দিন এই সেবা কার্যক্রম দেয়া হবে। যেখানে রক্ত পরিক্ষা, প্রসাব পরিক্ষা ও ডায়াবেটিস পরিক্ষা করা হবে একদম ফ্রিতে। এছাড়াও গরিব রোগীদের বিনে পয়সায় প্রেসক্রিপশন অনুযায়ী পনের বা এক মাসের ওষুধ দেয়ার কথা জানালেন ডা: মো: কামরুজ্জামান।