
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরপুর গ্রামের কৃতি সন্তান, মানবতা ফেরিওয়ালা খ্যাত আমেরিকান প্রবাসী আব্দুল মতিন ভূঁইয়া সিপিএ এর অর্থায়নে কাইতলা দক্ষিণ ইউনিয়ন এলাকার দুইশত হতদরিদ্র পরিবারের মাঝে খাসির গোস্ত বিতরণ করা হয়েছে।
মতিন ভুইয়া ফাউন্ডেশনের পরিচালক হাফেজ মাওলানা ছানাউল্লাহর সার্বিক সহযোগিতায় আজ বেলা এগারোটায় হতদরিদ্রদের মাঝে খাসির গোশত বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন কাইতলা দক্ষিণ ইউনিয়ন আকাইদা আঁকলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি মাওলানা নাজির হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ ফরহাদ হোসাইন ফরিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আসাদুল্লাহ, হাফেজ আব্দুল কাদির,মাওলানা ওমর ফারুক, মাওলানা শরিফ আরমান, মুফতি মিজানুর রহমান, মোঃ পারভেজ হাসান সহ আরো
উলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।