
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে অবস্থিত ভোলাচং ইসলামী কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক শিক্ষা প্রদর্শনী সহ অভিভাবকদের উপস্থিতিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ভোলাচং পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উক্ত কিন্ডারগার্টেন চত্বরে আজ বৃহস্পতিবার সকালে কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের প্রানবন্ত উপস্থাপন আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন ধাপে ইংরেজি,বাংলা, আরবিতে কথোপকথন ও বক্তৃতা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।
সিনিয়র শিক্ষক মাওলানা আবু সফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন (মাঈনু)।
প্রধান মেহমান ছিলেন মতিন ভুইয়া ফাউন্ডেশনের পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহ,প্রধান আলোচক ছিলেন, নবীনগর পৌর শহরের এসআর জামে মসজিদের খতিব মুফতি বেলায়েতুল্লাহ কাসেমী। আলোচনায় অংশ নেন কুড়িঘর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি হাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,ভোলাচং নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি মাহাবুব রহমান,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ইউপি সদস্য মো: হারুন মিয়া,অভিভাবক প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র শিক্ষক মাওলানা সফিউল্লাহ,ইংরেজি শিক্ষিকা হাসি আক্তার ও রিমা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল হান্নান,মুহতামিম মুফতি ওবায়দুল্লাহ হাবিবী। প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতার বক্তব্যে আব্দুল হান্নান বলেন, শিক্ষার্থীদের এই অভাবনীয় কৃতিত্ব একদিনে অর্জন সম্ভব হয়নি। সেজন্য সকল শিক্ষকদের রয়েছে তীক্ষ নজরদারি ও কঠোর শ্রম। এলাকার শিশু কিশোরদের নিয়ে অনেক স্বপ্ন দেখি। তাদের প্রতি যত্নশীল হলে এরাও নিজেদেরকে আগামীর নেতৃত্বে কিংবা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। শুধুমাত্র পৃষ্ঠপোষকতার অভাবে তিনি কিছুটা পিছিয়ে রয়েছেন। তিনি আমন্ত্রিত অতিথিদেরকে প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি রাখতে অনুরোধ করেন। তিনি প্রতিষ্ঠানের সভাপতি একেএম ফরিদ উদ্দিন কামালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও উনার সুস্বাস্থ্যের জন্য সবার নিকট দোয়া চান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজনের জন্য প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান। এই চর্চা ধরে রাখতেও পরামর্শ দেন তারা