
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা এলাকার সোনারামপুর ভুইয়া বাড়িতে এনজিও সিদীপ এর স্বাস্থ্যসেবা কর্মসূচীর আওতায় আয়োজিত স্যাটেলাইট ক্লিনিকে রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
সিদীপ (হায়দ্রাবাদ ব্রাঞ্চ ৫) এর আয়োজনে ফ্রি মেডিকেলে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি ও চর্মরোগ পরামর্শক ডা: প্রীতমা আচার্য।

চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বললে, তারা সিদীপের এই সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। প্রত্যন্তঅঞ্চলে একজন এমবিবিএস ডাক্তার কর্তৃক সেবা পাওয়ায় উপকারের পাশাপাশি প্রয়োজনীয়তা কথা উল্লেখ করে সিদীপের এই সেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাবার অনুরোধ করেন সেবাগ্রহণকারীরা।
গতকাল দুপুরের পর থেকে চলা এই মেডিক্যাল ক্যাম্পে সুবিধাবঞ্চিত মানুষের সত:স্ফুর্ত যোগদান দেখে সিদীপ স্বাস্থ্যকর্মী উৎসাহিত। তিনি বলেন, আমাদের রুটিন কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন। সিদীপ এনজিও’র সক্ষমতার আলোকে কমিটম্যান্ট চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।