
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফ্রী মেডিকেল ক্যাম্প ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের মাধ্যমে, সাধারণ মানুষের দোরগোড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা সায়েদুল হক সাঈদ
গতকাল শুক্রবার বেলা ১১ টায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মো: সায়েদুল হক ফাউন্ডেশনের আয়োজনে, আস্থা মেডিকেল সেন্টারের সার্বিক সহোযোগিতায় মেডিক্যাল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ দেয়া হয়।
রছুল্লাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিনের সঞ্চালনায়, রছুল্লাবাদ বাজার কমিটির সভাপতি মো: দুলু মিয়া ব্যাপারির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার দা সূর্যসেন হলের সাবেক জিএস, কেন্দ্রীয় বিএনপি নেতা, সায়েদুল হক সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ বলেন, আমি আমার রাজনৈতিক জীবনের ক্রান্তিলগ্নে আপনাদের সুখে দুখে পাশে থেকে, জীবনের বাকি পথটুকু চলতে চাই। তিনি বলেন, নবীনগর উপজেলার প্রতিটি ইউনিযনকে ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি বদ্ধ পরিকর,,,
সাবেক যুবদল সভাপতি কামালের শুভেচ্ছা বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আস্থা মেডিকেল সেন্টারের পরিচালক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য মো: জালাল উদ্দিন, মো: হক্কানি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শাহানূর। এছাড়াও প্রধান অতিথি’র সাথে সফরসঙ্গী হিসাবে উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেডিক্যাল ক্যাম্পে রক্তচাপ, ডায়াবেটিস নির্ণয় ছাড়াও চারটি বুথে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এরমধ্যে গাইনি,চর্মরোগ,বাত জাতীয় সমস্যা ও মেডিসিন বিভাগে বিশেষ অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা প্রদান সহ ফ্রী’তে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
সেসময়, প্রধান অতিথি ঘুরেঘুরে সেবাগ্রহীতাদের সাথে কুশল বিনিময় করা সহ নিজ হাতে সেবা গ্রহণ- কারীদের ওষুধ বিতরণ করেন।
রছুল্লাবাদ দাখিল মাদ্রাসায়, বিভিন্ন বয়সের শতশত মানুষ সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চিকিৎসা নিতে দেখা যায়। সেবাগ্রহণকারীরা মেডিক্যাল ক্যাম্পের বহুমুখী সেবা পেয়ে অত্যন্ত খুশি। তারা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করা সহ, আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
আয়োজক সুত্র জানায়, বিএনপি নেতা সায়েদুল হক সাঈদের নামকরণে উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এধরণের কার্যক্রম নেয়া হবে।