ঢাকা , বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে শুরু হচ্ছে ‘লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর জমজমাট কোয়ার্টার ফাইনাল নবীনগরে মালবাহী ট্রাকের চাপেই ভেঙে পড়ল আরসিসি ব্রিজ, ভোগান্তিতে হাজারো মানুষ নবীনগরে ক্ষুদ্র ঋণ কর্মসূচির গতি বাড়াতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে শ্যালকের হামলায় দুই বোনজামাই হাসপাতালে নবীনগরে সার্বজনীন গ্রুপের ‘ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মশালার সপ্তম ক্লাস অনুষ্ঠিত নবীনগর সার্বজনীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মুখপাত্র হলেন জামাল হোসেন পান্না গোপালপুর দক্ষিণ কবরস্থানের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ঈদে বাড়ি ফেরার পথে মেঘনায় প্রাণ গেল বউ-শাশুড়ির নবীনগরে ঈদের জামাত শেষে মুসল্লীদের সাথে ইউএনও রাজীব চৌধুরীর শুভেচ্ছা বিনিময় তরুণ সমাজকে দক্ষ ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে সার্বজনীন গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
নোটিশ :

✍️সংবাদদাতা আবশ্যক👉'দেশ বিদেশ নিউজ ২৪.কম' এর জন্য জরুরী ভিত্তিতে দেশের প্রত্যেক জেলা-উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।আগ্রহীরা মেইলে যোগাযোগ করুন।

নতুন বছরে সক্রিয়তা বাড়াতে যে অঙ্গীকার করল চীন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করতে ২০২৫ সালে আরও সক্রিয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন বছরের আগমনে দেওয়া ভাষণে দেশটির জিডিপি বিদায়ী বছরে অন্তত ১৭ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি। খবর রয়টার্সের।

টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে শি জিনপিং বলেন, বিগত বছরে উন্নয়নের উচ্চমান ধরে রাখতে দেশে ও বিদেশের পরিবর্তিত অবস্থার সঙ্গে তাল মিলিয়ে সর্বাত্মক নীতিমালা প্রণয়ন করেছে চীন।

দীর্ঘদিন ধরে নির্মাণ ব্যবসায় মন্দা, স্থানীয় সরকারের ক্রমবর্ধমান ঋণ ও ভোক্তাদের আস্থার অভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি অর্থনৈতিকভাবে যথেষ্ট চাপের মধ্যে আছে। চলতি বছর সেই অচলাবস্থা কাটিয়ে উঠতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। এরমধ্যে মড়ার ওপর খাড়ার ঘাঁ হিসেবে যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার কারণে উচ্চ রফতানি শুল্কের আশঙ্কা।

তিনি বলেন, চলমান অর্থনৈতিক ব্যবস্থায় নতুন কিছু চ্যালেঞ্জ রয়েছে। সীমানার বাইরে পরিবর্তিত পরিস্থিতির কারণে সৃষ্ট অনিশ্চয়তা যেমন রয়েছে, তেমনি রয়েছে পুরোনো থেকে নতুন চালিকাশক্তিতে রূপান্তরের চাপ।

তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সব বাঁধা উতরে যাওয়া সম্ভব বলে আশা প্রকাশ করে তিনি

আরও বলেন, প্রতিবারের মতো আমরা ঝড়বৃষ্টিতে বেড়ে উঠব, কঠিন সময়ের মধ্যে আমরা শক্তিশালী হয়ে উঠব। নিজেদের সক্ষমতার ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে।

অভ্যন্তরীণ চাহিদা ও নির্মাণ ব্যবসা চাঙা করে তুলতে গত সেপ্টেম্বর থেকে ঋণের সুদের হার হ্রাস ও বাড়ি ক্রয়ে বিধিনিষেধ কমানোসহ একাধিক ত্বরিত পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

বিদায়ী বছরের শেষ মাসে শীর্ষস্থানীয় কয়েকজন নেতা ২০২৫ সালে তুলনামূলক সহজ মুদ্রানীতি প্রণয়নের আহ্বান জানান। এটি বাস্তবায়িত হলে, বিগত ১৪ বছরের মধ্যে সবচেয়ে কম বিধিনিষেধ মূলক নীতিমালা সামনের বছর আসতে যাচ্ছে। পাশাপাশি, ২০২৫ সালে ভোক্তা ব্যয় ও বন্ড ইস্যু বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ২০২৫ সালে ৪১১ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ট্রেজারি বন্ড ইস্যু করতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নবীনগরে শুরু হচ্ছে ‘লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর জমজমাট কোয়ার্টার ফাইনাল

নতুন বছরে সক্রিয়তা বাড়াতে যে অঙ্গীকার করল চীন

আপডেট সময় ০৩:২৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করতে ২০২৫ সালে আরও সক্রিয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন বছরের আগমনে দেওয়া ভাষণে দেশটির জিডিপি বিদায়ী বছরে অন্তত ১৭ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি। খবর রয়টার্সের।

টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে শি জিনপিং বলেন, বিগত বছরে উন্নয়নের উচ্চমান ধরে রাখতে দেশে ও বিদেশের পরিবর্তিত অবস্থার সঙ্গে তাল মিলিয়ে সর্বাত্মক নীতিমালা প্রণয়ন করেছে চীন।

দীর্ঘদিন ধরে নির্মাণ ব্যবসায় মন্দা, স্থানীয় সরকারের ক্রমবর্ধমান ঋণ ও ভোক্তাদের আস্থার অভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি অর্থনৈতিকভাবে যথেষ্ট চাপের মধ্যে আছে। চলতি বছর সেই অচলাবস্থা কাটিয়ে উঠতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। এরমধ্যে মড়ার ওপর খাড়ার ঘাঁ হিসেবে যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার কারণে উচ্চ রফতানি শুল্কের আশঙ্কা।

তিনি বলেন, চলমান অর্থনৈতিক ব্যবস্থায় নতুন কিছু চ্যালেঞ্জ রয়েছে। সীমানার বাইরে পরিবর্তিত পরিস্থিতির কারণে সৃষ্ট অনিশ্চয়তা যেমন রয়েছে, তেমনি রয়েছে পুরোনো থেকে নতুন চালিকাশক্তিতে রূপান্তরের চাপ।

তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সব বাঁধা উতরে যাওয়া সম্ভব বলে আশা প্রকাশ করে তিনি

আরও বলেন, প্রতিবারের মতো আমরা ঝড়বৃষ্টিতে বেড়ে উঠব, কঠিন সময়ের মধ্যে আমরা শক্তিশালী হয়ে উঠব। নিজেদের সক্ষমতার ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে।

অভ্যন্তরীণ চাহিদা ও নির্মাণ ব্যবসা চাঙা করে তুলতে গত সেপ্টেম্বর থেকে ঋণের সুদের হার হ্রাস ও বাড়ি ক্রয়ে বিধিনিষেধ কমানোসহ একাধিক ত্বরিত পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

বিদায়ী বছরের শেষ মাসে শীর্ষস্থানীয় কয়েকজন নেতা ২০২৫ সালে তুলনামূলক সহজ মুদ্রানীতি প্রণয়নের আহ্বান জানান। এটি বাস্তবায়িত হলে, বিগত ১৪ বছরের মধ্যে সবচেয়ে কম বিধিনিষেধ মূলক নীতিমালা সামনের বছর আসতে যাচ্ছে। পাশাপাশি, ২০২৫ সালে ভোক্তা ব্যয় ও বন্ড ইস্যু বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ২০২৫ সালে ৪১১ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ট্রেজারি বন্ড ইস্যু করতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।