
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পদ্মপাড়ার বাসিন্দা মরহুম হাজী মো: শামসুল হক সওদাগরের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম,ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ জানুয়ারি মরহুমের পদ্মপাড়াস্থ নিজ বাসভবনে পরিবারের পক্ষ হতে এই দোয়ার আয়োজন করা হয়। এতে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্টজনেরা অংশ নেন। পরে এলাকার গরিব ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে খাবার পরিবেশন করা হয়।
উল্লেখ্য,মরহুম হাজী মো: শামসুল হক দীর্ঘদিন পৌর শহরে সুনামের সাথে ব্যবসা করেছেন। একই সাথে সালাম রোডে অবস্থিত সওদাগর মার্কেটের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী শামসুল হক। গত ২৯/০৬/২৪ বিকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। তিনি বার্ধক্যজনিত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে ৮ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ হতে মরহুমের ছেলে মোসলেহ উদ্দিন পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।