
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্রসহ শাহাব উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চারপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এস আই শামীম, এস আই আজাদ, এএসআই বিল্লাল, এএসআই কালাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ২টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন ও চুড়ির মামলার চোরাই ৩টি ল্যাপটপ, ১টি সিপিও, ১টি প্রজেক্টর, ১ টি পানির ফিল্টার উদ্ধার করা হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঙ্গরা এম. এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে চুরির ঘটনায় মামলা হয়েছে। তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত মাল ও অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়। আসামির বিরুদ্ধে নবীনগর থানায় পূর্বেও ডাকাতি সহ হত্যা, চুরি, পুলিশের উপর আক্রমণসহ তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। সেই মামলা তদন্ত করা অবস্থায় অস্ত্র আইনে আরেকটি মামলা রজু করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।