ঢাকা , বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে কৃষি ও পল্লী উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস” নবীনগরে শুরু হচ্ছে ‘লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর জমজমাট কোয়ার্টার ফাইনাল নবীনগরে মালবাহী ট্রাকের চাপেই ভেঙে পড়ল আরসিসি ব্রিজ, ভোগান্তিতে হাজারো মানুষ নবীনগরে ক্ষুদ্র ঋণ কর্মসূচির গতি বাড়াতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে শ্যালকের হামলায় দুই বোনজামাই হাসপাতালে নবীনগরে সার্বজনীন গ্রুপের ‘ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মশালার সপ্তম ক্লাস অনুষ্ঠিত নবীনগর সার্বজনীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মুখপাত্র হলেন জামাল হোসেন পান্না গোপালপুর দক্ষিণ কবরস্থানের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ঈদে বাড়ি ফেরার পথে মেঘনায় প্রাণ গেল বউ-শাশুড়ির নবীনগরে ঈদের জামাত শেষে মুসল্লীদের সাথে ইউএনও রাজীব চৌধুরীর শুভেচ্ছা বিনিময়
নোটিশ :

✍️সংবাদদাতা আবশ্যক👉'দেশ বিদেশ নিউজ ২৪.কম' এর জন্য জরুরী ভিত্তিতে দেশের প্রত্যেক জেলা-উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।আগ্রহীরা মেইলে যোগাযোগ করুন।

নবীনগরের শ্যামগ্রাম বাজারে দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজারে আজ দিনে দুপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকানে ঢুকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম পরিমল কর্মকার (৫০)। তিনি শ্যামগ্রাম বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ বুধবার দুপুর আনুমানিক সাড়ে বারটার দিকে শ্যামগ্রাম বাজারে স্বর্ণ ব্যবসায়ী পরিমল কর্মকার ও তার ছোটভাই প্রবীর কর্মকার তাদের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত আচমকা দোকানে ঢুকে সশস্ত্র হামলা চালায়। সেসময় ৯৯৯ এ কল দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই দুর্বৃত্তরা দোকান মালিকের মাথা ফাটিয়ে পালিয়ে যায়।এ বিষয়ে দোকান মালিকের ছোটভাই প্রবীর কর্মকার বলেন,’গত দেড় বছর আগে আমাদের বাড়ি থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যের একটি অষ্ট্রেলিয়ান গাভী চুরি হয়। পরে এ নিয়ে থানায় মামলা করার পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। কিন্তু পরে তারা জেল থেকে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পাওয়া সেই শাহ আলম, জুয়েলের নেতৃত্বে কয়েকজন আজ আমাদের দোকানে এই হামলা চালায়।’

এতদিন পর কেন হামলা হল? এ প্রশ্নের জবাবে প্রবীর জানান,’আমরা গ্রামে পাকা দালান করেছি। সেই টাকা কোথায় পেয়েছি, এ নিয়ে গতকাল মঙ্গলবার রাতে এলাকার একজন প্রভাবশালী নেতা আমাদেরকে জেরা করছিলেন। এ নিয়ে ওই নেতার সঙ্গে কথা কাটাকাটি হয়। আমাদের ধারণা, এরই জের ধরে আজ এই জঘণ্য হামলা হয়েছে।’

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক আজ রাতে বলেন,’ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নবীনগরে কৃষি ও পল্লী উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস”

নবীনগরের শ্যামগ্রাম বাজারে দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৪:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজারে আজ দিনে দুপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকানে ঢুকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম পরিমল কর্মকার (৫০)। তিনি শ্যামগ্রাম বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ বুধবার দুপুর আনুমানিক সাড়ে বারটার দিকে শ্যামগ্রাম বাজারে স্বর্ণ ব্যবসায়ী পরিমল কর্মকার ও তার ছোটভাই প্রবীর কর্মকার তাদের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত আচমকা দোকানে ঢুকে সশস্ত্র হামলা চালায়। সেসময় ৯৯৯ এ কল দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই দুর্বৃত্তরা দোকান মালিকের মাথা ফাটিয়ে পালিয়ে যায়।এ বিষয়ে দোকান মালিকের ছোটভাই প্রবীর কর্মকার বলেন,’গত দেড় বছর আগে আমাদের বাড়ি থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যের একটি অষ্ট্রেলিয়ান গাভী চুরি হয়। পরে এ নিয়ে থানায় মামলা করার পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। কিন্তু পরে তারা জেল থেকে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পাওয়া সেই শাহ আলম, জুয়েলের নেতৃত্বে কয়েকজন আজ আমাদের দোকানে এই হামলা চালায়।’

এতদিন পর কেন হামলা হল? এ প্রশ্নের জবাবে প্রবীর জানান,’আমরা গ্রামে পাকা দালান করেছি। সেই টাকা কোথায় পেয়েছি, এ নিয়ে গতকাল মঙ্গলবার রাতে এলাকার একজন প্রভাবশালী নেতা আমাদেরকে জেরা করছিলেন। এ নিয়ে ওই নেতার সঙ্গে কথা কাটাকাটি হয়। আমাদের ধারণা, এরই জের ধরে আজ এই জঘণ্য হামলা হয়েছে।’

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক আজ রাতে বলেন,’ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’