
নবীনগর সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলীর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন। সলিমগঞ্জ কলেজের উপাধ্যক্ষ,গোলাম মাওলা খান দিপু, একাডেমিক সুপার ভাইজার হাসনাত জাহান, সাব ইন্সপেক্টর মো.রফিকুল ইসলাম, সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিগণ বলেন, শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি অবশ্যই খেলাধুলায় মনোনিবেশ করতে হবে তাহলে মন এবং সাস্থ ভালো থাকবে। অভিভাবকদেরকেও সতর্ক থাকতে হবে তাদের সন্তান কার সাথে মিশছে কোথায় সময় কাটাচ্ছে কিংবা বেশি রাত জাগছে কিনা। নয়তো খারাপ সঙ্গের কারণে অনেক মেধাবী নেশায় আসক্ত হতে পারে।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
এসএম বাদল মাহমুদ, কামাল উদ্দিন, মোঃজহিরুল হক,মোঃ রবি উল্লাহ,শংকর লাল দেবনাথ,মোঃ শামীম ইসলাম, আবদুর রহিম হাবিব উল্লাহ, মোঃঅলিউর রহমান, মোরশেদ আলম, মোঃ হাবিবুর রহমান, মাইনুল হক, মোঃ মফিজুল ইসলাম,বিএনপি নেতা নয়ন মিয়া, আনোয়ার হোসেন, বোরহান শিকদার সহ আরো অনেকে।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারো বেশ ঘটা করে সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ হাজারো দর্শকের নজর কাড়ে।