
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ফ্রি ওষুধ বিতরণ সহ দুস্থ অসহায় রোগীদের নানান সুযোগ সুবিধা দেয়ার লক্ষে ডাক্তার হামদু মিয়া চ্যারিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে।
ডাক্তার মরহুম হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আজ বেলা দশটায় উপজেলার ইব্রাহিমপুর গ্রামে চ্যারিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে আয়োজকদের পক্ষে অসংখ্য রোগীকে ফ্রী স্বাস্থ্য সেবা প্রদান সহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আয়োজক সুত্র জানায়, উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কৃতি সন্তান ডাক্তার মরহুম হামদু মিয়ার স্মৃতি রক্ষায় উনার সুযোগ্য সন্তান ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান নিজ উদ্যোগ ব্যক্তিগত অর্থায়নে এই চ্যারিটি ক্লিনিক চালু করেন।
ডাঃ হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেনের পরিচালক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পিতার স্মৃতি রক্ষা ও আদর্শকে ধরে রাখতে তিনি এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন। এখানে প্রতি সপ্তাহের দুই দিন প্রতি শুক্র ও শনিবার বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে রোগীদেরকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। এখানে রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ফ্রি ঔষধ দেয়া হবে।৷ একইসাথে স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা প্রদান, দেশের রিনাউন্ড ডাক্তারদের সিরিয়ালের ব্যবস্থা সরকারি/বেসরকারি (ঢাকা ও কুমিল্লায়) হাসপাতালে ভর্তিতে সহযোগিতার আশ্বাস দেন তিনি। ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান আরো বলেন, এলাকায় মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নানান কর্মসূচি পালন করা সহ দুর্ঘটনা ও জরুরি চিকিৎসায় তাৎক্ষনিক সহযোগিতা প্রদান ও ফ্রি ডেন্টাল ও ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হবে।
এক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়েছেন ডাঃ হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশন ও চ্যারিটি ক্লিনিক এর প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান।