
৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে ১ম স্থান বিজয়ের পর এবার জাতীয় পর্যায়ে উচ্চ লাফ ইভেন্টে (বড় বালক) ২য় স্থানে বিজয়ী হলেন ভোলাচং উচ্চ বিদ্যালয়ের ছাত্র আশরাফুল ইসলাম রুহান।
এর আগে ১০ ফেব্রুয়ারী জেলায়, ১২ ফেব্রুয়ারী উপ-অঞ্চল কুমিল্লায় ও ২০ ফেব্রুয়ারী বিভাগীয় পর্যায়ে (চট্রগ্রামে অনুষ্ঠেয়) প্রতিযোগীতায় বড় বালকদের উচ্চ লাফ ইভেন্টে অংশ নিয়ে ১ম স্থান অর্জন করে সেরার তালিকায় নিজের অবস্থান ধরে রাখে আশরাফুল ইসলাম। একইসাথে গত ২৩ ফেব্রুয়ারী জাতীয় পর্যায়েয় প্রতিযোগিতায় একই ইভেন্টে অংশ নিয়ে ২য় হওয়ার গৌরভ অর্জন করে ভোলাচং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম রুহান।
এদিকে প্রতিযোগিতায় অংশ নিয়ে আশরাফুলের জাতীয় পর্যায়ে ২য় হওয়ার সাফল্যে ভোলাচং উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষকমণ্ডলী গ্রামবাসী সহ নবীনগর উপজেলাবাসী গর্বিত।
সারাদেশের প্রতিযোগিদের মধ্যে নিজের অবস্থান ২য় হওয়ার কেমন অনুভূতি হচ্ছে জানতে চাইলে বিজয়ী আশরাফুল ইসলাম রুহান জানান,আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জেলা, আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ে উচ্চ লাফে প্রথম হওয়ার পর এবার জাতীয় ভাবে প্রতিযোগিতা করে ২য় স্থানে বিজয়ী হয়েছি। এই বিজয় আমার একার নয়। এই বিজয় আমার শিক্ষকদের । এ বিজয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অঞ্জনা রানী সাহা, শিক্ষক জাহাঙ্গীর আলম ও আলী আশরাফ স্যারের প্রতি।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ভোলাচং উচ্চ বিদ্যালয়ের আরেক প্রতিযোগি আসাদুল মিয়া ১০০ মিটার দৌড়ে ১ম, ২০০ মিটার দৌড়ে ১ম, উচ্চ লাফে ২য় স্থান অর্জন করে। একইসাথে বালিকা দল ব্যাডমিন্টন দৈত চ্যাম্পিয়ন হয়।