
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৩৫০ জন নিম্ম আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে সাতঘর হাটি কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বিশিষ্ট সমাজ সেবক ও পরোপকারী, সাতঘর হাটি দারুস সুন্নাহ্ ইসলামীয়া মাদ্রসার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হারুন আল-রশিদ এর অর্থায়নে ও আলোকিত সমাজ সাতঘর হাটির আয়োজনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময়, আলোকিত সমাজ সাতঘর হাটির আহবায়ক, সাবেক ছাত্র নেতা এম. নাঈমুর রহমান এর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ উদ্ভোধন করেন উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মাসুদুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু কাউছার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সহ-সভাপতি ইলিয়াছুর রহমান, সাতঘর হাটি দারুস সূন্নাহ্ ইসলামিয়া মাদ্রসার সহ-সভাপতি হাজী ছিদ্দিকুর রহমান মেম্বার, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য সাংবাদিক এম. নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া আবু বকর (রাযি:) মডেল মাদ্রসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী ইয়াছিন আরাফাত প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, শারমিনুল ইসলাম সাইফুল ও পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন মাওঃ আরাফাত হুসাইন মুজাহিদী।