
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট মো: আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য মোনাব্বর হোসেন,শিক্ষক প্রতিনিধি আলী আশরাফ,সাবেক কাউন্সিলর ডা: জসিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ফারুক আহমেদ, ডা: নরেন্দ্র পাল,হরমুজ সর্দার,রিপন সর্দার,আবুল হোসেন,জুমান মোল্লা,জামাল মিয়া,ডা: দিপক চৌধুরী প্রমুখ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পার্থ চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন অভিভাবক সদস্যবৃন্দসহ শিক্ষক/শিক্ষার্থী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত ও বিদায়ী শিক্ষার্থীরা বিদায়ী বক্তব্যে তাদের অনুভুতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা রানী সাহা, শিক্ষক পার্থ পাল,আলী আশরাফ, মো: মাসুদ প্রমুখ।
সদ্য নিয়োগ পাওয়ার পর বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে প্রথম অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী মো: আলমগীর। তিনি তার বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার প্রসার ঘটাতে হবে। বর্তমান সময়ের তরুণ-তরুনীরাই আগামীদিনের বাংলাদেশ। সামনে এসএসসি পরীক্ষা। সময় খুবই কম, তাই সময়কে মূল্য দিতে হবে। শিক্ষার্থীদের পড়াশুনায় মনযোগি হলে ভাল ফলাফল করা সম্ভব হয়ে উঠবে। আমাদের সকলের প্রত্যাশা এবং স্বপ্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন সুফল বয়ে আনবে।
তিনি এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়াদি নিয়েও দীর্ঘক্ষন বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল ইসলাম রুহান ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সারা দেশে জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করায় তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানো হয়। এসময় রুহানের সাফল্যে অনুষ্ঠানের সভাপতি তাকে ৫০০০ টাকা দিয়ে পুরস্কৃত করেন।
সবশেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত হেড মাওলানা আব্দুল বাতেন।