
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা আজ (১৭/৪) বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলার সংগঠকবৃন্দ কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
বিশিষ্ট সংগঠক ‘মাদক মুক্ত নবীনগর চাই’ এর সভাপতি মো:আবু কাওছারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,এনজিও হোপ এর পরিচালক আসাদুজ্জামান কল্লোল,এসপি আইটি ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহ পরান,সংগঠক আলামিন, মামুন,নারী উদ্যোক্তা ফারজানা বিথি সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সদ্য বিদায়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার মনজুর আলম নবীনগর উপজেলায় দায়িত্ব নেয়ার পর থেকে তিনি তার নিজস্ব কর্মদক্ষতায় উঠতি বয়সীদের কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে দক্ষ সংগঠক হওয়া যায়, এছাড়াও কিভাবে উদ্যোক্তা হতে হয় সে লক্ষ্যে দিকনির্দেশনা দিতেন। তিনি তার দায়িত্বের বাইরে সামাজিক জনকল্যাণে বহু কাজ করেছেন যেগুলো তাকে এখানকার মানুষের মনে স্বরণীয় করে রাখবে।
অনুষ্ঠানে শুরুতে বিদায়ী যুব উন্নয়ন অফিসার মনজুর আলমের উদ্যেশে শ্রদ্ধাঞ্জলি মানপত্র পাঠ করেন সার্বজনীন গ্রুপ এর চেয়ারম্যান প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মনজুর আলমের হাতে উপজেলা প্রশাসনের পক্ষে উপহার ও উপজেলার সংগঠকবৃন্দ কর্তৃক সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।