
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক,নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি,দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নবীনগর শাখার সভাপতি আবু কামাল খন্দকার,এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।