
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মাছটি জালে ওঠে।
গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মন, হরিমন বর্মন, সত্যগুণ বর্মন ও মনোরঞ্জন বর্মন প্রতিদিনের মতো ওইদিনও নদীতে বছুরি জাল ফেলেন। হঠাৎ বিশাল আকৃতির মাছটি জালে ধরা পড়ে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ৬৫০ টাকায় মাছটি বিক্রি করা হয়।
এমন বিরল মাছ দেখতে নদীপাড়ে ভিড় করেন স্থানীয়রা। এলাকাবাসী শ্যামল বর্মন শিমুল জানান, “এতো বড় বিগহেড মাছ সচরাচর দেখা যায় না। এমন দৃশ্য দেখতে লোকজন ভিড় জমায়।”
তিনি আরও জানান, চলতি বছরের ৩ মার্চ তিতাস নদীতে ধরা পড়ে ২৬ কেজির বিগহেড মাছ, ২৮ এপ্রিল ২৫ কেজির বোয়াল এবং ১০ মে মেঘনা নদী থেকেই ধরা পড়ে ১৯ কেজির কাতলা মাছ। এসব সাফল্যে স্থানীয় জেলেদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
পরিতোষ বর্মন বলেন, “মাছটি ভৈরব ফেরিঘাটের বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছে।”