
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন অবহেলিত ১২০০ মিটার কাঁচা রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন ভিটিবিশাড়া জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রবাসী সমাজসেবক ওবায়েদুল্লাহ অবিদ।
স্থানীয়রা জানায়,ভিটিবিশারা বায়তুন নূর জামে মসজিদ থেকে দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি ঝোপঝাড় ও ভাঙাচোরা অবস্থায় দীর্ঘদিন চলাচলের অযোগ্য ছিল। এতে আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ এবং শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।
সরকারি দপ্তরে বহু আবেদন করেও কাজ না হওয়ায় ওবায়েদুল্লাহ অবিদ নিজস্ব অর্থায়নে মাত্র ৩ দিনে শতাধিক শ্রমিক দিয়ে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন।
এলাকাবাসী তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং রাস্তাটি স্থায়ীভাবে পাকা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ওবায়েদুল্লাহ অবিদ জানান, মানুষের কষ্ট লাঘবে কাজ করতে পারলে শান্তি পাই। ভবিষ্যতেও তিনি এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।