
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে প্রায় শত মিটার দীর্ঘ একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ফতেহপুরসহ আশপাশের অন্তত সাতটি গ্রামের বাসিন্দারা, যাদের প্রতিদিনের চলাচলের একমাত্র ভরসা ছিল এই সাঁকো।
স্থানীয়রা জানান, সাঁকোটি হঠাৎ ভেঙে পড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা, বয়স্ক ব্যক্তি, রোগী এবং গর্ভবতী নারীরা। পথটি ব্যবহার করে নিয়মিত মালামাল পরিবহন করা হত, যা এখন বন্ধ হয়ে গেছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছাতে না পারায় ঝুঁকিতে রয়েছেন অনেক রোগীও। বছরের পর বছর এলাকাবাসী নিজেরাই চাঁদা তুলে বাঁশ দিয়ে সাঁকোটি তৈরি ও মেরামত করে আসছেন। কিন্তু এটি দীর্ঘমেয়াদি কোনো সমাধান নয় বলে স্থানীয়দের অভিমত।
তারা জানান, বহুবার পাকা সেতুর দাবিতে সংশ্লিষ্ট দফতরে আবেদন জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় এলাকাবাসী দ্রুত একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যেন তারা নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে পারেন।