
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ মে, ২০২৫) নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই মহতি আয়োজন অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের অর্থ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী হোপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক একে এম আসাদুজ্জামান এর সঞ্চালনায়
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি শিক্ষানুরাগী বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ হোসেন শান্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আবু কামাল খন্দকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রধান অতিথির পিতা হাজী মোহাম্মদ জহর মিয়া, ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ আবু কাওছার, এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, পসাংগঠনিক সম্পাদক পার্থ সরকার, সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মোক্তার হোসেন রিপন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।। আলোচনা সভায় বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার ভূমিকা এবং আগামীতে আরও উন্নত মানের শিক্ষা প্রদানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দের ঝলক। তাদের অভিভাবকরাও এই আয়োজনে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
জনাব আবু মোছা তার বক্তব্যে বলেন, “আজকের এই আয়োজন প্রমাণ করে, নবীনগরের শিশুরা মেধা ও প্রতিভার অধিকারী। সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন তাদের সঠিক পরিচর্যা ও উৎসাহ দিলে তারা ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে। অনুষ্ঠান শেষে এসোসিয়েশনের এর পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।