
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী ‘ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মসূচির পঞ্চম ক্লাস আজ সকালে অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর পৌর শহরের কোর্ট রোডে অবস্থিত আয়েশা আমজাদ টাওয়ারের ৩য় তলার সার্বজনীন গ্রুপ কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪২ জন তরুণ-তরুণী ১২টি ক্লাসের মধ্য দিয়ে নিজেদের দক্ষ উদ্যোক্তা ও কর্মমুখী নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত অংশগ্রহণ করছেন।
আজকের ক্লাসে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক আনোয়ার হোসেন, যিনি উদ্যোক্তা গড়ে তোলার নানা দিক নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য দেন। কম্পিউটার শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কাইতলা আলিম উদ্দিন জোবেদা কলেজের প্রভাষক জাহিদুল হক। এছাড়া, সেলাই প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক রুমা আক্তার এবং ডায়াবেটিস ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন ডা. আলমগীর হোসেন।
প্রশিক্ষণশালার সঞ্চালনায় ছিলেন কোর্স সমন্বয়কারী জেমিন আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার পরিচালক তানজিলা আক্তার শীলা, সাংবাদিক এস এ রুবেল, নাসরিন আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, সার্বজনীন গ্রুপের এই প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় তরুণ সমাজকে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।