
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ফেরিঘাটে মেঘনা নদীতে ডুবে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে অবশেষে উদ্ধার করা হয়েছে নিখোঁজ দুই নারীর মরদেহ। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ গ্রামের বাসিন্দা ফারজানা বেগম (২৮) ও তাঁর শাশুড়ি খালেদা বেগম (৫৫)।
আজ ঈদের দিন (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১০ ঘণ্টার টানা অভিযানে অটোরিকশাটির ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে। একই সময় সিএনজিচালিত অটোরিকশাটিও নদী থেকে তোলা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঈদ উদযাপন উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে গ্রামের পথে রওনা দেন সাগর মিয়া। তাঁর সঙ্গে ছিলেন মা খালেদা বেগম, স্ত্রী ফারজানা বেগম এবং ছোট ভাই কামাল মিয়া। ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে তাঁদের বহনকারী সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার সময় অটোরিকশার চালক কুদ্দুস মিয়া, সাগর মিয়া এবং তাঁর ভাই কামাল মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বউ-শাশুড়ি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশের ডুবুরি দল। দীর্ঘ সময়ের চেষ্টায় সন্ধ্যায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।