
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ঐতিহ্যবাহী দক্ষিণপাড়া কবরস্থানের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের সূচনা করা হয়।
উল্লেখ্য, দক্ষিণপাড়া কবরস্থানের অর্ধেকাংশ জায়গা নিচু হওয়ায় দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে কবর খোঁড়ার সময় পানির সমস্যা দেখা দিত। এতে মৃতদেহ দাফন ও চলাচলে বিঘ্ন ঘটত। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে সমস্যা সমাধানে নেওয়া হয় স্থায়ী ব্যবস্থা—মাটি ভরাট করে কবরস্থানটি উঁচু করা এবং প্রবেশপথটি প্রসস্ত করা।
এ প্রেক্ষিতে, স্থানীয় প্রশাসনের সহায়তায় এডিবি (এলজিইডি) ও রাজস্বখাতের দুটি প্রকল্পের আওতায় মোট ৬ লক্ষ টাকার বরাদ্দ প্রদান করা হয়—প্রতিটি খাতে তিন লক্ষ টাকা করে।
এডিবি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব নুরুল ইসলাম মুহুরি এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন জনাব হামিদুল হক। অপরদিকে, রাজস্বখাতের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক সময়ের কাগজের সহকারী সম্পাদক ও গোপালপুর গ্রামের কৃতী সন্তান জনাব আবুল হোসেন। সদস্য সচিব হিসেবে রয়েছেন জনাব হাজী সোলেমান।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, হাজী রফিকুল ইসলাম মিঠু, সাবেক মেম্বার শহীদুল্লাহ, মোশারফ হোসেন জসিম, হারুনুর রশিদ, আব্দুল জলিল, শিশু মিয়া, নুরু মিয়া, হাফেজ নুরুন্নবী, আক্কাস মিয়া, হেলাল মিয়া, জালাল মিয়া, আজাদ মিয়া, আলম মিয়া, সাচ্চু মিয়া, হারুন মিয়া, আল-আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আনোয়ার হোসেন এবং মোঃ সুমন উদ্দিন (সুমন) উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, এই উন্নয়ন কর্মসূচি কেবল কবরস্থান ব্যবস্থাপনায় নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ এক মাইলফলক। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জনগণ উপকৃত হবে এবং মর্যাদাপূর্ণভাবে দাফনের পরিবেশ নিশ্চিত হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।