
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলে অবস্থিত বিদ্যাকুট মাদ্রাসা-সংলগ্ন পুরাতন আরসিসি ব্রিজটি ধসে পড়েছে। এতে ওই এলাকার হাজারো মানুষের চলাচলে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুন (শনিবার) একটি ভারী মালবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় এর একটি অংশ ধসে নিচে পড়ে যায়। বহুদিন ধরেই ব্রিজটি সংস্কারহীন অবস্থায় ছিল এবং স্থানীয়রা একে ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করে আসছিলেন। ভারী যানবাহন চলাচলের কারণে শেষমেশ সেটি ভেঙে পড়ল।
ব্রিজটি নবীনগরের পূর্বাঞ্চলের অন্তত ৬টি ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ। এ সেতুর উপর দিয়েই কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগী পরিবহনসহ নানা জরুরি কাজে মানুষ চলাচল করতেন। বর্তমানে বিকল্প কোনো সড়ক না থাকায় জনসাধারণকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
স্থানীয় এক দোকানদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ব্রিজটি বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলেই আজ এই দুর্ভোগ।”
এক পথচারী আব্দুল আহাদ বলেন, “এই ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করেন। এখন ব্রিজ ভেঙে যাওয়ায় আমরা ঝুঁকি নিয়ে চলাচল করছি, আবার বিকল্প পথে যেতে সময় ও খরচ দুই-ই বাড়ছে।”
সিএনজি চালক মো. সোহেল মিয়া জানান, “বিকল্প পথে যেতে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। বড় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে যাত্রী ও চালক — উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
এ অবস্থায় দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই দুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে নবীনগর উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব হোসেন বলেন, “ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুতই ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে।”