
আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে ‘লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর জমজমাট কোয়ার্টার ফাইনাল পর্ব।
টুর্নামেন্টকে ঘিরে কুড়িঘরসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সর্বস্তরের মানুষের মাঝে খেলা দেখার উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, কুড়িঘর গ্রামে এই প্রথম এতো বড় পরিসরে একটি ফুটবল লীগ অনুষ্ঠিত হচ্ছে, যা গ্রামের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
ঈদুল আজহার পরদিন (৮ জুন) থেকে নকআউট পদ্ধতিতে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। লীগ পর্বের বেশিরভাগ ম্যাচেই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই, অনেক ম্যাচের ফয়সালা গড়িয়েছে ট্রাইব্রেকারে। প্রতিটি ম্যাচেই বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি খেলার প্রতি মানুষের আগ্রহ প্রমাণ করে দিয়েছে।
স্থানীয়ভাবে কুড়িঘর গ্রাম যেহেতু যোগাযোগের সুবিধাজনক অবস্থানে, তাই দূরদূরান্ত থেকে দর্শকেরা সহজেই খেলা দেখতে আসতে পারছেন। সুন্দর আবহাওয়া ও কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে দর্শকরা নির্বিঘ্নে খেলা উপভোগ করছেন। এ লক্ষ্যে কুড়িঘরসহ আশপাশের কয়েকটি গ্রামের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক কমিটিও গঠন করা হয়েছে।
টুর্নামেন্ট উপভোগ করতে ইতিমধ্যে নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ মাঠে উপস্থিত হয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
নবীনগর বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা সায়েদুল হক সাঈদ, জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান, জননেতা তকদির হোসেন মো. জসীম, কৃষক দলের নেতা আবদুল্লাহ আল মামুন, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, কুড়িঘরের কৃতিসন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী মাহী এম কাউছার,নাটঘর ইউনিয়ন বি এন পি র সিনিয়র সভাপতি মাসুদুর রহমান মাসুদ, নাটঘর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা মো. আবদুল আলীম এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
তাঁরা টুর্নামেন্ট সফল করতে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন। এছাড়া নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় পূর্ণ সহায়তা নিশ্চিত করা হয়েছে।