
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি ও পল্লী উন্নয়নে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে অনুষ্ঠিত হলো ‘পার্টনার’ কংগ্রেস। বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘PARTNER’ প্রকল্প (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience)-এর আওতায় আয়োজিত এ কংগ্রেসে কৃষি ও পল্লী উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণির কৃষক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের কুমিল্লা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জনাব খোকন, হেফাজতে ইসলামী বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন।
কৃষি উন্নয়ন বিষয়ক আলোচনায় উঠে আসে উন্নত কৃষি চর্চা, উচ্চফলনশীল জাতের ব্যবহার, নিরাপদ কৃষিপণ্য উৎপাদন, ‘ফার্মার স্মার্ট কার্ড’ কার্যক্রম এবং আধুনিক বাজার বিশ্লেষণ সেবার প্রয়োজনীয়তা।
সমবায় সংক্রান্ত একটি বিশেষ সেশন পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার ইব্রাহিম খলিল।
প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার জাহান বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষি উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী কৃষকদের আধুনিক কৃষি ও প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন,“আমাদের এই অঞ্চলের কৃষি সম্ভাবনা অনেক। তবে আধুনিক প্রশিক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে তারা পিছিয়ে পড়বে। এই ধরনের কংগ্রেস শুধু আলোচনা নয়, বাস্তব উদ্যোগে রূপ নিতে হবে।”
আয়োজকরা জানান, এই কংগ্রেস স্থানীয় কৃষকদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে টেকসই কৃষি উন্নয়নে সহায়ক হবে।