
অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতি নবীনগর উপজেলা শাখার উদ্যোগে দুই প্রাক্তন সৈনিকের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ জুন) সকালে নবীনগর পৌর শহরের সৈনিক হোটেলের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক সেনা সদস্য সার্জেন্ট সামসুল হক ও সাংবাদিক সার্জেন্ট মোস্তফা কামালের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। তিনি বলেন, “দেশের জন্য জীবন উৎসর্গ করা এসব সৈনিকদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের কর্মময় জীবনের আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাহের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
শোকসভায় আরও বক্তব্য রাখেন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা প্রয়াত দুই গুণী ব্যক্তির দেশপ্রেম, সততা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠান শেষে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।