
আজ ২১ জুন সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে আয়োজিত দুই মাসব্যাপী ‘ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’ কার্যক্রমের অষ্টম ক্লাসে প্রধান আলোচকের বক্তব্যে নবীনগর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য তরুণদের উদ্ভাবনী চেতনা জাগ্রত করার আহ্বান জানিয়ে বলেন, “নিজেকে চিনুন, নিজেকে গড়ুন, দেশ গড়ার দায়িত্ব নিন।” তিনি এও বলেন, “উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা শুরু করা নয়, নিজেকে বদলে সমাজে পরিবর্তনের ঢেউ তোলা।
উক্ত কর্মশালায় সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি স্বাগত বক্তব্যে অনুপ্রেরণামূলক বার্তায় বলেন—”যারা নিজের উন্নয়নের চিন্তা করে, তারাই একদিন সমাজ ও দেশের জন্য কিছু করে। সার্বজনীন গ্রুপ সবসময় এমন স্বপ্নবানদের পাশে আছে, থাকবে।”

কর্মশালার সমন্বয়কারী জেমিন আক্তার ও সাংবাদিক জামাল হোসেন পান্নার যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রশিক্ষক রুমা আক্তারসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণ তরুণীদের আত্মনির্ভরশীলতা গড়ে তোলার প্রয়াস চালাচ্ছে সার্বজনীন গ্রুপ। প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হচ্ছে এবং অংশগ্রহণকারীরা নিয়মিত ক্লাসের মাধ্যমে উদ্যোক্তা মানসিকতা, ব্যবসায়িক পরিকল্পনা, যোগাযোগ দক্ষতা ও বাস্তব জীবনের সমস্যা সমাধানের কৌশল শিখছেন। উদ্যোক্তা তৈরির এ কার্যক্রম নবীনগরে দীর্ঘমেয়াদে নেতৃত্ব গঠনের এক সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।