
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরে অবস্থিত ‘নবীনগর বাউল সংগীত শিল্পী একাডেমী’-র ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
গতকাল শনিবার ( ২১ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এক সভায় মোঃ কামাল সরকারকে সভাপতি, রমজান মিয়াকে সাধারণ সম্পাদক এবং আলি আকবর সোহেলকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে একাডেমীর কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ কামাল সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এইচ শান্তি।
প্রধান অতিথির বক্তব্যে এম এইচ শান্তি বলেন,
“সংস্কৃতির রাজধানী নবীনগরের প্রতিটি মাটির কণায় কণায় রয়েছে সুরের স্পন্দন। এই অঞ্চলে অসংখ্য গুণী বাউল ও লোকসঙ্গীতশিল্পীর জন্ম হয়েছে। বাউল সংগীত শুধু বিনোদন নয়, এটি আত্মার গভীর অনুভবের একটি রূপ, যা সমাজের সত্য, প্রেম, সাম্য ও মানবতার বার্তা বহন করে। নতুন কমিটির নেতৃত্বে একাডেমী যেন নবীনগরের লোকসঙ্গীতকে আরও সমৃদ্ধ করে, সেটাই আমাদের প্রত্যাশা। বাউল শিল্পীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দিতে হবে—তাহলেই আমরা তাদের সৃষ্টিশীলতা ধরে রাখতে পারবো।”

আলোচনা সভা শেষে একাডেমীর ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় হয়। পরে আলোচনা সভার প্রধান অতিথি নতুন কমিটির নাম ঘোষনা সহ সাংস্কৃতিক আয়োজনে বাউল শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন।
👇 ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির তালিকায় আরো যারা রয়েছেন- সভাপতি: মোঃ কামাল সরকার,সহ সভাপতি,দিল মোহাম্মদ (খাদেম),সাধারন সম্পাদক,রমজান মিয়া,সহ-সাধারণ সম্পাদক,নানু সরকার,সাংগঠনিক সম্পাদক,আলি আকবর সোহেল,সহ সাংগঠনিক সম্পাদক,দয়াল দেওয়ান।
ক্যাশিয়ার,রিপন সরকার, সহ ক্যাশিয়ার,সিরাজ মিয়া,
দপ্তর সম্পাদক,হান্নান সরকার,প্রচার সম্পাদক,সুজন সরকার,সাংস্কৃতিক সম্পাদক,রুহেল সরকার।