
শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখা শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খা ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামকে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ কলেজের সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত ছিলেন এই বরেণ্য শিক্ষাবিদ। তিনবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনসহ কলেজটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁর নিরলস শ্রম, আন্তরিকতা ও দায়িত্ববোধের ফলে কলেজটি নবীনগরের অন্যতম সেরা ডিগ্রি কলেজে পরিণত হয়েছে, বিশেষত পূর্ব ছয় ইউনিয়নের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করতে তাঁর প্রচেষ্টা ছিল প্রশংসনীয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। সভাপতিত্ব করেন অত্র কলেজের এডহক কমিটির সভাপতি ড. হাফেজ মোঃ মাছউদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার, উপপরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা; মোহাম্মদ মোশাররফ হোসাইন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ; ইয়াসমিন ফরিদা ভূঁইয়া, অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট, পিটিআই, ব্রাহ্মণবাড়িয়া; মোহাম্মদ শাহীন মিয়া, সহকারী অধ্যাপক, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ; মোজাম্মেল হক মাসুম, বিদ্যুৎসাহী সদস্য, এডহক কমিটি; মোছলেম উদ্দিন, শিক্ষা প্রতিনিধি; মোঃ কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং কৃষ্ণ কান্ত দেবনাথ, প্রধান শিক্ষক, কুড়িঘর উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. রেজাউল কবির। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের জ্যেষ্ঠ অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহসিন সরকার এবং প্রভাষক মোঃ গোলাম কিবরিয়া।
এ সময় বক্তারা অধ্যক্ষ সিরাজুল ইসলামের শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং ভবিষ্যত জীবনের জন্য শুভ কামনা জানান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনেরা অংশ নিয়ে বিদায়ী মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন।