
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের অন্তর্গত মৌজার ৪৪৮ নং খতিয়ানে পৈতৃকভাবে পাওয়া জমির দখল নিয়ে বিপাকে পড়েছেন মো. সহিদুল ইসলাম নামে এক ভূমি মালিক। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে ভোগদখল করা জমিতে জাল কাগজপত্র তৈরি করে দখলের পাঁয়তারা করছে একই এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি।
সহিদুল ইসলামের ভাষ্যমতে, তার পিতা আব্দুর রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা খতিয়ানভুক্ত ৮২৫/৮২৬ দাগে মোট ৬.৫০ শতাংশ জমির মালিক ও ভোগদখলকারী। জমিটি বর্তমানে তিনিসহ পরিবারের সদস্যরা ভোগ করছেন এবং সেখানে তাদের বসতবাড়িও রয়েছে। শহীদুলের প্রতিবেশী বসু মিয়ার ছেলে কাতার ফেরত আজগর আলী জোর পূর্বক শহীদুলের জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে, অথচ শহীদুল তার পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তির ৬শতক জায়গার উপর বাড়ীঘর নির্মান করে পিতার আমল থেকেই বসবাস করছেন।
তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন, “আমার জমির প্রকৃত মালিকানা ও দখল বুঝে পাওয়ার নিশ্চয়তা চাই। প্রতিপক্ষরা যদি জোরপূর্বক দখল করতে সক্ষম হয়, তাহলে আমরা পরিবার নিয়ে পথে বসতে বাধ্য হবো।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনগত সহায়তা চেয়েছেন তিনি। তিনি অভিযোগপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও খতিয়ানের ফটোকপি সংযুক্ত করেছেন।
এই বিষয়ে একই এলাকার মৃত বসু মিয়ার ছেলে আজগর আলীর সাথে কথা বললে তিনি বলেন, আমি শহিদুলের ভাইদের কাছ থেকে জায়গা কিনেছি। এখন দখল নিতে গেলে শহিদুল বাধা দিচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় সাবেক ও বর্তমান ইউপি সদস্যের উপস্থিতিতে শালিশ হয়েছে।