
“এসো বই পড়ি, পারিবারিক পাঠাগার গড়ি” স্লোগানে যাত্রা করা ‘৭১ পাঠচক্র’ -এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বই উপহার উৎসব ২০২৫। আগামীকাল ৫ জুলাই, শনিবার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানের বিশেষত্ব হলো — নবীনগর উপজেলার প্রতিটি গ্রামের একজন করে পাঠককে বই উপহার প্রদান করা হবে। আয়োজকরা জানান, বইপ্রেমী পাঠকদের অনুপ্রেরণা দিতে এবং পারিবারিক পাঠাগার গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠান সূচিতে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত, ফুলেল শুভেচ্ছা, উদ্বোধনী ঘোষণা, আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত পরিবেশনা। এছাড়াও থাকবে নির্বাচিত পাঠকদের উপস্থিতি ও সম্মাননা প্রদান।
দিনব্যাপী এ উৎসবের আয়োজনে রয়েছে — মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট, নবীনগর।
আয়োজকরা বইপ্রেমী সকলকে বেলা ৯ টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।