ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুড়িঘর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ‘ইউনাইটেড ফুটবল একাডেমি’ ‎ নবীনগরে ‘অলরাউন্ডার’ প্রশিক্ষণে এসে তরুণ/তরুণীরা আত্মনির্ভরশীল হয়ে উঠছে টিউশনি করে জিপিএ-৫, প্রমার শিক্ষাজীবন অনিশ্চয়তায় কুড়িঘর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল নবীনগরে সার্বজনীন গ্রুপের ‘অলরাউন্ডার’ প্রশিক্ষণের নবম ক্লাস অনুষ্ঠিত ‎ নবীনগরে ‘আমিও পারবো’ কর্মশালা উদ্বোধন করেন ইউএনও রাজীব চৌধুরী ‎ নবীনগরে ৭১ পাঠচক্রের তৃতীয় বর্ষপূর্তিতে বই উপহার উৎসব নবীনগর সফরে আসছেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ‎নবীনগরে নৌ-পুলিশের অভিযান-ফিল্মি স্টাইলে ৭০ কেজি গাঁজা সহ গ্রেফতার -২ নবীনগরে নববধূর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার
নোটিশ :

✍️সংবাদদাতা আবশ্যক👉'দেশ বিদেশ নিউজ ২৪.কম' এর জন্য জরুরী ভিত্তিতে দেশের প্রত্যেক জেলা-উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।আগ্রহীরা মেইলে যোগাযোগ করুন।

নবীনগর সফরে আসছেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সরকারি সফরে প্রথমবারের মতো নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন। আগামী শনিবার (৫ জুলাই) সকালে তিনি সড়কপথে ঢাকা থেকে নবীনগরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিনের সফরসূচি অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে তিনি নবীনগর উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করবেন। পরে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৫টায় তিনি ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করবেন।

তবে এ সফরে তিনি নিজ পৈতৃক নিবাস নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামে যাবেন কি না, তা সফরসূচিতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ওই গ্রামে গিয়ে পরিবেশ পর্যবেক্ষণ করা হয়েছে।

‎ড. সালেহউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে নবীনগরের জনমনে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন থেকেও তার সফরকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে পুরোদমে।

‎নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, “উপদেষ্টা মহোদয়ের আগমন আমাদের জন্য গর্বের। আমরা তাকে যথাযথ সম্মান ও নিরাপত্তার সঙ্গে বরণ করে নিতে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। জেলা প্রশাসক মহোদয়ও নিয়মিত খোঁজখবর রাখছেন।”

‎উল্লেখ্য, ড. সালেহউদ্দিন আহমেদ দেশের খ্যাতিমান অর্থনীতিবিদদের একজন। তিনি ২০০৫ সালের ১ মে বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এ পদে ছিলেন।

‎তার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামে। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। পরে সিএসপি ক্যাডারে যোগ দিয়ে কেন্দ্রীয় প্রশাসনে কর্মরত ছিলেন। ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কুড়িঘর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ‘ইউনাইটেড ফুটবল একাডেমি’ ‎

নবীনগর সফরে আসছেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০৭:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সরকারি সফরে প্রথমবারের মতো নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন। আগামী শনিবার (৫ জুলাই) সকালে তিনি সড়কপথে ঢাকা থেকে নবীনগরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিনের সফরসূচি অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে তিনি নবীনগর উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করবেন। পরে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৫টায় তিনি ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করবেন।

তবে এ সফরে তিনি নিজ পৈতৃক নিবাস নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামে যাবেন কি না, তা সফরসূচিতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ওই গ্রামে গিয়ে পরিবেশ পর্যবেক্ষণ করা হয়েছে।

‎ড. সালেহউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে নবীনগরের জনমনে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন থেকেও তার সফরকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে পুরোদমে।

‎নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, “উপদেষ্টা মহোদয়ের আগমন আমাদের জন্য গর্বের। আমরা তাকে যথাযথ সম্মান ও নিরাপত্তার সঙ্গে বরণ করে নিতে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। জেলা প্রশাসক মহোদয়ও নিয়মিত খোঁজখবর রাখছেন।”

‎উল্লেখ্য, ড. সালেহউদ্দিন আহমেদ দেশের খ্যাতিমান অর্থনীতিবিদদের একজন। তিনি ২০০৫ সালের ১ মে বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এ পদে ছিলেন।

‎তার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামে। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। পরে সিএসপি ক্যাডারে যোগ দিয়ে কেন্দ্রীয় প্রশাসনে কর্মরত ছিলেন। ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন।